বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ফ্রান্সের প্যারিসে শত বছরেরও বেশি আগে এক নিউফাউনল্যান্ড প্রজাতির কুকুর শিশুদের জীবন বাঁচিয়ে বীর হিসেবে খ্যাতি পেলেও পরে বেরিয়ে আসে চমকপ্রদ প্রতারণার কাহিনি। মশিয়ে লেপিনের পোষা ওই কুকুর সিন নদীতে পড়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পুরস্কার হিসেবে মাংস পেত।
তবে দেখা যায়, শিশু না পড়লে কুকুর নিজেই ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিত এবং পরে উদ্ধার করত। ১৯০৮ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই ঘটনা সারা বিশ্বে আলোচিত হয় এবং কুকুরটির নাম দেওয়া হয় ‘দি ফেক হিরো’।