1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যৌন নিপীড়ন মামলায় ১৫ বছরের শাস্তির ঝুঁকিতে হাকিমি - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৬ কোটি টাকার স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছেন মীম বাবার ওপর অভিমান করে সিলেটে তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা জিম্মি মুক্তি না হলে যুদ্ধ চলবে: ইসরায়েলি সেনাপ্রধান সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ অপহরণের দুই দিন পর পুলিশি অভিযানে বান্দরবানে ৭ বছরের এক শিশু উদ্ধার কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত

যৌন নিপীড়ন মামলায় ১৫ বছরের শাস্তির ঝুঁকিতে হাকিমি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৬ জন খবরটি পড়েছেন

যৌন নিপীড়নের অভিযোগে বড় বিপাকে পড়েছেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। ২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের এই ডিফেন্ডারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আহ্বান জানিয়েছে দেশটির প্রসিকিউটররা।

অবশ্য বিচার শুরুর সিদ্ধান্ত এখন পর্যন্ত তদন্তকারী বিচারকের ওপর নির্ভর করছে। তার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ীই হাকিমিকে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি করা হবে কি না, তা ঠিক হবে। অভিযোগ প্রমাণিত হলে এই তারকা ফুটবলারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে প্যারিসের বাসায় ২৪ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অভিযোগকারীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে জানাশোনার পর তাকে নিজের বাসায় আমন্ত্রণ এবং গাড়ি পাঠিয়ে নিয়ে আসেন হাকিমি। এরপর সম্মতি ছাড়াই হাকিমি তাকে স্পর্শ করেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হন। এ ঘটনায় একজন বন্ধুকে বার্তা পাঠিয়ে সহায়তা চান এবং পরদিন পুলিশকে অবহিত করেন তিনি।

একই বছরের ৩ মার্চ হাকিমিকে ফ্রান্সের ‘ফরমাল ইনভেস্টিগেশন’র আওতায় আনা হয়, যা মূলত অভিযোগ গঠনের প্রথম ধাপ। অবশ্য অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন মরক্কো তারকা। তার দাবি, পুরো ঘটনাটি পারস্পরিক সম্মতিতে ছিল।হাকিমির আইনজীবী ফানি কোলিন বলছেন, ‘এই অনুরোধ প্রমাণের আলোকে সম্পূর্ণ অসঙ্গত ও অযৌক্তিক। তদন্তে অভিযোগকারীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। আমরা বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রেখেই সব আইনি পদক্ষেপ নেব।’ অন্যদিকে অভিযোগকারী নারীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পারডোর দাবি, প্রসিকিউশনের এই অনুরোধ তার মক্কেলের জন্য ‘অসাধারণ স্বস্তির’ এবং এটি বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে।

হাকিমির ক্লাব পিএসজি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করলেও ফুটবলারের পাশে আছে বলে জানিয়েছে। ক্লাবটির দাবি, বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা রাখছে তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews