অস্ট্রেলিয়ার মাটিতে চলতি আগস্টেই শুরু হতে যাচ্ছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দলও। ১০ দলের এই টুর্নামেন্টের অন্য দলগুলো হল পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস ও পার্থ স্কচার্স।
ডারউইনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য সোমবার (৪ আগস্ট) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়কত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়া দলে আছেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদের মতো জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা। গেল বছর প্রথমবারের মত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আকবর আলীর দল। এবার দ্বিতীয়বারের মত অংশ নিতে আগামী ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বে লাল-সবুজেরা। ১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহীনসের মুখোমুখি হবে টাইগার যুবারা।
এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট বিগ ব্যাশের দল পার্থ স্কচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় গড়াবে।বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।