বিশেষ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের পক্ষে নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরুল হুদা হামিদী (সাবেক কমিশনার)।
সভাপতিত্ব করেন ৪নং ধুম ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মুসলিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোট ও অংশগ্রহণের মাধ্যমে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সৎ ও যোগ্য প্রার্থীর বিকল্প নেই।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।