বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানির সময় বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাকে ধাক্কা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের উপস্থিতিতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১টার দিকে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
শুনানিতে রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে বক্তব্য রাখেন, অন্যদিকে বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে অবস্থান নেন।
ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, “আমি ১৫ বছর ধরে বিএনপির জন্য লড়াই করেছি। অথচ আজ নিজের দলের লোকজন আমাকে ধাক্কা দিল। নির্বাচনের আগে সীমানা নিয়ে যদি এমন পরিস্থিতি হয়, তবে নির্বাচনে কী হবে তা অনুমেয়।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক।