বিডিটেলিগ্রাফ ডেস্ক।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এর মধ্যে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের মামলায় ১২ জন এবং সজীব ওয়াজেদ জয়ের মামলায় ৫ জন সাক্ষ্য দেন।
সাক্ষ্য দিয়েছেন রাজউকের উপপরিচালক মাহবুবুর রহমানসহ রাজউক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ২ সেপ্টেম্বর। এর আগে ১১ আগস্ট বাদী পক্ষের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন।
গত ৩১ জুলাই মামলায় চার্জ গঠন করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পৃথক তিন মামলায় আসামির সংখ্যা যথাক্রমে ১২, ১৭ ও ১৮ জন। এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার সন্তানরা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।