টাঙ্গাইলে এক সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ২৪শের আন্দোলনকারীদের বর্তমান আচরণে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জেলা সদরের নিজ বাসায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীনতার কাছাকাছি আন্দোলনটি তিনি সমর্থন করেন, তবে এর বর্তমান ব্যবহারে জনগণের ভোগান্তি বাড়ছে। কাদের সিদ্দিকী মনে করেন, আন্দোলনের বিজয় দীর্ঘস্থায়ী হবে বলে ভেবেছিলেন, কিন্তু তা দ্রুত ক্ষয়ের দিকে যাচ্ছে। একইসঙ্গে তিনি বর্তমান সরকারের সহযোগীদের ‘বড় স্বৈরাচার’ আখ্যা দেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না, আর লতিফ সিদ্দিকী না হলে টাঙ্গাইলের রাজনৈতিক ভিত্তি তৈরি হতো না। দেশে সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
লতিফ সিদ্দিকীকে নিয়ে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে কাদের সিদ্দিকী বলেন, ৭১ মঞ্চের আয়োজনে মব সৃষ্টি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, লতিফ সিদ্দিকীকে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়া উচিত। তার বিরুদ্ধে মামলা থাকলে আইনি লড়াই করা হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।