মামুন রণবীর, নেত্রকোণা প্রতিনিধি।
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত থেকে পাঁচজনকে আটক করেছে বিজিবি। তাদের সবাইকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে পাঁচজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তখন বিজিবি অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়, বাকি তিনজন পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে পালিয়ে যাওয়া তিনজনকেও কচুগড়া সীমান্ত দিয়ে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন,নেত্রকোণার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০), ময়মনসিংহের মুক্তাগাছা সদরের মোনাইস ইসলাম (১৯)।
কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করেন।
ওসি মো. লুৎফর রহমান আরো বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করায় বিজিবি দুই ধাপে মোট পাঁচজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।