বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দীর্ঘ ৪৭ দিন অসুস্থ থাকার পর জনসম্মুখে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
সেখানে বক্তব্যে তিনি সুস্থ হয়ে ফের জনসম্মুখে আসার সুযোগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এক মাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর শক্তি আল্লাহ দিয়েছেন। মানুষের কল্যাণে কিছু বলার দায়িত্ব আমার। সেই সুযোগ তিনি দিয়েছেন।”
অসুস্থ হওয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, সমাবেশের দিন পড়ে যাওয়ার পর টিভি ও মোবাইল স্ক্রিনে তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছিলেন। তখনই ইউনাইটেড হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মমিনুজ্জামান ধারণা দেন, সমস্যাটি মস্তিষ্কে নয়, বরং হৃদযন্ত্রে হতে পারে। পরবর্তীতে তার আহ্বানে চিকিৎসা গ্রহণ করেন তিনি।