চট্টগ্রাম প্রতিনিধি ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের সাত দিন পর জ্ঞান ফিরেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর তিনি মা–বাবার সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ছাড়া সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তিনি হাঁটতে শুরু করেছেন, যদিও খুলি প্রতিস্থাপনে কয়েক মাস সময় লাগবে। বর্তমানে দুজনই চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।
গত ৩০ আগস্ট রাতে এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়দের অন্তত ৩০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে মামলা করা হয়। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে।