কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে ভাড়া বাসায় হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করে ক্লাস- পরিক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের স্মরণে আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করা হবে। একইসাথে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।