ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মহাসড়কের চারটি স্থানে গাছ ও বাঁশ ফেলে যোগাযোগ বন্ধ করে দেন তারা।
এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্বাচন কমিশন ইউনিয়ন দুটি ভাঙ্গায় ফেরত না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
স্থানীয়রা অভিযোগ করেন, আসন পরিবর্তনের ফলে তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তাদের স্মারকলিপি ইতোমধ্যে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তবে সড়ক অবরোধে জনগণের ভোগান্তি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
ভাঙ্গা ও হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চলছে। চারটি স্থানে মহাসড়ক অবরোধ থাকলেও কোনো সহিংসতা ঘটেনি।