মালয়েশিয়ার শতবর্ষী রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সম্পদ গড়ার অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সংস্থার প্রধান আজম বাকি।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে শুরু হওয়া প্রভাবশালী ও ধনীদের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধানের অংশ হিসেবে গত বছর মাহাথিরের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়। তবে মাহাথির এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
শুধু মাহাথিরই নয়, তার দুই ছেলে মোখজানি ও মিরজানকেও সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এমএসিসির এক প্রতিবেদনে তাদের ১.২ বিলিয়ন রিংগিত সম্পদের মালিকানা উল্লেখ করা হলেও তারা যুক্তরাজ্যে সম্পদ থাকার কথা অস্বীকার করেছেন।
এমএসিসির প্রধান আজম বাকি জানান, যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।