1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সে আইটিইটি–ক্যারিয়ার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩জন আটক মায়ের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারানো লিটনের ১৪ বছরের শিকল জীবন চাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ঘোষণা হাসপাতালে ছাড়পত্র পেলেও পুরোপুরি সুস্থ নন নুরুল হক নুর মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে কলমাকান্দায় শিক্ষার্থীদের শপথ মোহনগঞ্জে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চিতলমারীতে পানিতে ডুবে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা অভয়নগরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

বুটেক্সে আইটিইটি–ক্যারিয়ার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ জন খবরটি পড়েছেন

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আইটিইটি–বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৫। বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং আইটিইটির সহযোগিতায় আয়োজিত এ ফেয়ারে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলো অংশ নেয়। শিক্ষার্থীদের সঙ্গে শিল্পখাতের প্রতিনিধিদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন ফেয়ারের উদ্বোধন করেন। এরপর হাতে সিভি নিয়ে শিক্ষার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে করপোরেট প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে খোঁজখবর নেন।

প্রায় ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় ফেয়ারে। এর মধ্যে ছিল ডেকো ইশো গ্রুপ, ফকির অ্যাপারেলস, মাসকো গ্রুপ, ডেকাথলন বাংলাদেশ, ব্যাবিলন গ্রুপ, এসজিএস বাংলাদেশ, উর্মি গ্রুপ, স্টার্লিং স্টাইলস, নিট এশিয়া, হা-মীম গ্রুপ, স্নোটেক্স, এপিলিয়ন গ্রুপ, ব্র্যাক ক্যারিয়ার হাব, ভিয়েলাটেক্স, ফ্যাশন স্টেপ গ্রুপ, ডাইসিন, কালারটেক্স ও ফকির নিটওয়্যারস লিমিটেড। অন-স্পট নিয়োগও দেয় কয়েকটি প্রতিষ্ঠান। উর্মি গ্রুপ জানায়, তারা ৭৫–৮০টি সিভি পেয়েছে, যার মধ্যে ২৫টি শর্টলিস্ট করা হয়েছে। ফকির গ্রুপও ডাইং বিভাগে ফ্রেশার নিয়োগ প্রক্রিয়া সেদিনই সম্পন্ন করেছে।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং করপোরেট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেয়।

ফেয়ারের অন্যতম আকর্ষণ ছিল প্যানেল ডিসকাশন, যেখানে ফকির গ্রুপ, ট্রান্সফার কেমিক্যালস, মাসকো গ্রুপ ও মালিহা এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের টেক্সটাইল খাতের প্রবৃদ্ধি, বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রযুক্তিগত অভিযোজন নিয়ে মতবিনিময় করেন। দুপুরে অনুষ্ঠিত হয় এইচআর সামিট, যাতে ডেকো ইশো গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, উর্মি গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের এইচআর বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। তারা শিল্প–শিক্ষার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং দক্ষতা ঘাটতি পূরণের ওপর গুরুত্ব আরোপ করেন। বিকেলে ইনডিটেক্স জারার ‘দ্য প্রফেশনাল এজ’ সেশনে জারার কর্মকর্তারা সফট স্কিল, টিমওয়ার্ক, ইন্টারভিউ প্রস্তুতি ও কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়া নিয়ে দিকনির্দেশনা দেন।

দিনব্যাপী কর্মশালা ও আলোচনা শেষে সন্ধ্যায় হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটির আহ্বায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জি. মহিউদ্দিন আহমেদ সেলিম, মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক মাহবুব মিল্টন এবং নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. এনায়েত হোসেন।

উপাচার্য বলেন, “বুটেক্সের গ্রাজুয়েটরা মেধাবী ও যোগ্য। আমরা বিশ্ববিদ্যালয়ে একটি জব সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেব, যাতে শিক্ষার্থীরা আরও বেশি ক্যারিয়ার সাপোর্ট পায়। এ ধরনের আয়োজন প্রতিবছর নিয়মিতভাবে হওয়া উচিত।”

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি নাজমুস সাকিব জানান, “দীর্ঘ ছয় বছর পর জব ফেয়ার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। চাকরির পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নকে সামনে রেখে প্যানেল ডিসকাশন ও এইচআর সামিটের ব্যবস্থা করেছি।” সাধারণ সম্পাদক এফ.এম. সাজ্জাদ বলেন, “দীর্ঘ ছয় মাসের প্রস্তুতির মাধ্যমে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কোম্পানিগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এবং শিল্প–শিক্ষার সমন্বয়ের ডাক—সব মিলিয়ে আইটিইটি–বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৫ দেশের টেক্সটাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews