ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি এক নতুন বিধান জারি করেছে, যা অনুযায়ী কোনো বেওয়ারিশ কুকুর যদি পরপর দুইবার নির্দোষভাবে — অর্থাৎ বিনা উস্কানিতে — কাউকে কামড়ায়, তাহলে সেই কুকুরকে আজীবনভাবে প্রাণিকেন্দ্রে রাখা হবে। প্রথমবার কামড়ের পর ভুক্তভোগী যদি রেবিজের প্রতিষেধক নেয়, কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করবে এবং শনাক্ত কুকুরকে জীবাণুমুক্ত করে ১০ দিন পর্যবেক্ষণে রেখে ছাড়বে — মাইক্রোচিপে কুকুরের অবস্থান রেকর্ড রাখা হবে।
আইনটিতে অভিযুক্ত কুকুরের কানি-ঘটনা অকারণে হয়েছে কি না তা যাচাই করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে; এতে একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং একজন পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যদি একই কুকুর দ্বিতীয়বার বিনা উস্কানিতে কামড়ায়, তাকে প্রাণিকেন্দ্রে আজীবন রাখা হবে।
তবে মৃত্যুবরণ বা আজীবন বন্দিত্ব এভাবে চূড়ান্ত নয়—আইনে রয়েছে দত্তকের এক শর্তসাপেক্ষ রেলিফ নীতি। কেউ যদি সেই দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নিয়ে ব্যবস্থা মানতে ও পরিত্যাগ না করার অঙ্গীকার করে, এবং খাটিয়ে রাখার শর্ত মানে, তবেই কুকুরকে প্রাণিকেন্দ্র থেকে মুক্তি দেওয়া যেতে পারে; তবে তাকে পুনরায় রাস্তায় ছাড়া হবে না। সুত্র: এনডিটিভি।