নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তারা জানায়,গতকাল দিবাগত রাত ১টার দিকে উপজেলার বরান্তর গ্রামের পাশে হাওরের বেড়িবাঁধ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে কালো রঙের টি-শার্ট ছিল। এছাড়া নিম্নাংশে কোনো প্যান্ট বা লুঙ্গি ছিল না। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪২ বছর বলে ধারণা পুলিশের।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, উপজেলার বরান্তর গ্রামের বেরিবাঁধের পাশে ওই লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে খবর পেয়ে রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।