কালিয়াকৈর প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর গ্রামে লিটন বেপারি নামের ২৫ বছরের এক যুবক টানা ১৪ বছর ধরে শিকলবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। ২০১৫ সালে মা ফুলমালা বেগমের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে সহিংস আচরণ শুরু করলে পরিবার নিরাপত্তার জন্য তাকে গাছে বেঁধে রাখতে বাধ্য হয়।
খোলা আকাশের নিচে বৃষ্টি-রোদে কাটানো লিটনের একমাত্র ভরসা বড় বোন তানজিলা বেগম, যিনি অর্থাভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার আহাম্মেদ জানিয়েছেন, প্রশাসন লিখিত আবেদন পেয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এলাকাবাসীর মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে লিটন আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।