দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে শো-ডাউন করেছেন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে তিনি দীর্ঘদিন ধরে গণ-সংযোগ, সামাজিক কর্মকান্ড এবং অসহায় দুঃস্থা নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন। এরই অংশ হিসাবে শনিবার তিনি উপজেলার দৌলতপুর, রিফাইতপুর ও পিয়ারপুর ইউনিয়নে শো-ডাউন করেন।
এসময় তিনি স্থাানীয় বাজার সমুহে পথ সভায় আগামী নির্বাচনে সৎ, যোগ্য, সাহসী, পরিচ্ছন্ন এবং দলের জন্য নিবেদিত প্রার্থীকে বেছে নেবার আহবান জানান। এসময় দৌলতপুর উপজেলা ছাত্রদল নেতা বিল্লাল হোসন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিাত ছিলেন।