গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও পিজি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
নুরের ফেসবুক পেজে জানানো হয়, দীর্ঘদিন ধরে নাকের সার্জারিসহ শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে এবং পরিবার ও দলের সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হয়েছে।
এর আগে, ২১ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, ২৯ আগস্ট বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর নুর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতারা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান। একই সঙ্গে সরকারকে চিকিৎসায় সহায়তার জন্য ধন্যবাদ জানালেও হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং তদন্ত কমিশনের প্রতিবেদনে অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।