তরুণনির্ভর দুই রাজনৈতিক শক্তি গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একীভূত হওয়ার আলোচনায় অগ্রগতি হয়েছে। সম্প্রতি নুরুল হক নুর হাসপাতালে ভর্তি হওয়ার পর আলোচনায় নতুন গতি এসেছে।
নেতারা জানান, দলের নাম “এনসিপি” রাখার প্রস্তাব থাকলেও নেতৃত্বে নুরুল হক নুরের অবস্থান নিয়ে মতভেদ রয়েছে। গণঅধিকার পরিষদ নুর ও নাহিদ ইসলামকে যৌথভাবে প্রধান করতে চায়, তবে এনসিপি চাইছে নাহিদ ইসলামকে প্রধান রেখে নুরকে সম্মানজনক পদ দিতে।
বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের ঐক্যবদ্ধ হলে জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।