বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে সবগুলো আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব এবং অন্তত ১৫০ আসনে জয়ী হবো বলে আমরা আত্মবিশ্বাসী।”
দলীয় প্রতীক প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক ছাড়া কোনো প্রতীক তারা গ্রহণ করবেন না। “আমাদের প্রতীক হবে শাপলা—সাদা শাপলা বা লাল শাপলা। এর বাইরে কোনো বিকল্প নেই,” বলেন তিনি।
তিনি আরও জানান, বিএনপি ব্লক বা ধর্মভিত্তিক ব্লকের বাইরে এনসিপির নেতৃত্বে একটি স্বতন্ত্র ব্লক গড়ে উঠবে। গত ১৫ বছরে আন্দোলন করা ও নতুন দল গড়া সবগুলো ব্যানার একীভূত হয়ে এনসিপির অধীনে আসবে। তবে প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
আগামী নির্বাচনকে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই হিসেবে আখ্যায়িত করেন।
প্রতীকের বিষয়ে এর আগে দলটি ২২ জুন ইসিতে আবেদন করেছিল, যেখানে শাপলা প্রতীকের পাশাপাশি কলম ও মোবাইল ফোনকেও বিকল্প হিসেবে প্রস্তাব করে। তবে জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় শাপলাকে ইসি প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেনি। পরবর্তীতে ৩ আগস্ট এনসিপি পুনরায় আবেদন করে শুধু সাদা ও লাল শাপলা প্রতীক হিসেবে দাবি জানায়।