1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মেরিটাইম ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থী বহিষ্কার - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সেবনকালে ধরা প্রধান শিক্ষক,মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে “কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন”-প্রধান উপদেষ্টা বুটেক্সে পাটশিল্পের উপর “হাফিজউদ্দিন আহমেদ ও ফাতেমা আহমেদ ট্রাস্ট লেকচার–২০২৫” অনুষ্ঠিত   দৌলতপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত অভয়নগরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান আরোহীর মৃত্যু ঝিনাইদহে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আগুনে দগ্ধ স্বামীও ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ভাঙ্গায় প্রাণ গেল এক যাত্রীর ১৬ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফলাফল রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা: অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২০ যাত্রীর

পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মেরিটাইম ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থী বহিষ্কার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ জন খবরটি পড়েছেন

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর ( সোমবার) পরিক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এসময় জানানো হয় চলতি বছর সেমিস্টার ফাইনাল পরিক্ষায় বিভিন্ন উপায়ে অসদুপায় অবলম্বনের দায়ে অনার্স প্রোগ্রামের ৫ জন এবং মাস্টার্স প্রোগ্রামের ১ জন শিক্ষার্থীকে বর্ণিত বিষয়ের পরিক্ষাসহ পরবর্তী সকল কোর্সের পরিক্ষার জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ তাসনিম হাসনাত, বিএসসি ইন ফিশারিজ বিভাগের আব্দুল্লা আল রাকিব, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগের যারিন ইসলাম মিম এবং এলএলবি (অনার্স) ইন্ মেরিটাইম ল এর সফিউর রহমান সানাম ও বিশাল সরকার।

এছাড়াও এমবিএ ইন মেরিটাইম বিজনেস বিভাগের শামিম মিয়াকে বহিষ্কার করা হয়।প্রতি বছর সেমিস্টার পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয় ফলস্বরূপ তারা ঐ সেমিস্টার সহ পরবর্তী সকল সেমিস্টারের জন্য বহিষ্কৃত হন। ফলে পরোক্ষভাবে তারা ১ বছরের জন্য এই শাস্তি পান। বারবার শিক্ষার্থীদের সতর্ক করার পরেও পরিক্ষায় কোনভাবে অসদুপায় না ঠেকানোকে শিক্ষার্থীদের চারিত্রিক অবক্ষয় ও পড়াশোনার প্রতি অমনোযোগীতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লেঃ কমান্ডার সুশীল বড়ুয়া বলেন,গত বছরের তুলনায় এবার পরিক্ষায় অসদুপায় অবলম্বন বেড়েছে। শিক্ষার্থীদের বারবার সতর্ক করার পরেও তারা পরিক্ষায় বিভিন্ন উপায়ে নকল করেই যাচ্ছে।

এর আগে পরিক্ষায় নকল করলে তাকে শুধু সে পরিক্ষার জন্য বহিষ্কার করা হতো এতে করে নকলের হার অনেক বেড়ে যায় যার ফলে কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হয়েেছে।

এসময় তিনি আরও বিস্ময় প্রকাশ করে বলেন শিক্ষার্থীরা ছোট ছোট চিরকুট, পরিক্ষার এডমিট কার্ডের নির্দেশনা এডিট করেও নকল করছে যা দেশে বিরল।যেহেতু নকল করলে প্রায় ১ বছর নষ্ট হয় এজন্য শিক্ষার্থীদের নিজের ভালো নিজেকে বুঝতে শিখতে হবে এবং পরিক্ষায় নকল করার সময়টুকু পড়াশোনার প্রতি মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews