বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাকে সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইইউ প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করছে। তারা নির্বাচনের সময় ৬৪ জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে এবং প্রতিটি জেলায় একজন প্রতিনিধি নিয়োজিত করবেন। নির্বাচন শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, কেবল পর্যবেক্ষণ নয়, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইইউ’র টেকনিক্যাল সাপোর্টও প্রয়োজন। এ সময় প্রবাসী ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এক কোটি প্রবাসীর ভোটাধিকারের দাবি প্রথম উত্থাপন করেছিল জামায়াত। সে বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে।
ক্ষমতায় গেলে দলটির প্রধান অগ্রাধিকার হবে তিনটি বিষয়—নৈতিক ও উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
জামায়াত আমির অভিযোগ করেন, গত দেড় যুগে বিরোধীদের দমনপীড়ন, গণতন্ত্র হরণ এবং দলের সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত অংশ নিতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান করে সেই আলোকে নির্বাচন হতে হবে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড বাইবা জারি না উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আরও কয়েকজন নেতা।