বগুড়ার গাবতলী উপজেলার কাগইল হিজলী গ্রামে মাদক বিরোধী অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গাবতলী মডেল থানার একটি চৌকস টিম গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন এলাকায় চলমান শারদীয় দুর্গাপূজা মন্ডপে ডিউটি করতেছেন সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল খালেক।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, হিজলী গ্রামের মোস্তাফিজার রহমানের পুত্র মাদক ব্যবসায়ী জিব্রাইল ইসলাম ওরফে জুয়েল (৪৫) সে তার বাড়ির সামনে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণাত অফিসার ফোর্স এর সহায়তায় তাকে আটক করে পুলিশ।
অতঃপর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে নিজ হেফাজতে থাকা অবৈধ নিষিদ্ধ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬৫৫০টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Realme অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক সেবনে ব্যবহৃত খন্ডিত ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ট্যাবলেট মাদক সেবীদের নিকট বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। ইতিপূর্বেও সে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। পূর্বে তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করেন গাবতলী থানা পুলিশ।