সিরাজগঞ্জ সংবাদদাতা।
সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় সালেহা পাগলি নামে এক ভিক্ষুকের ঘরে দুই বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬-৭ জন স্থানীয় ব্যক্তি পাঁচ ঘণ্টা ধরে টাকাগুলো গণনা করেন। পরে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহা বেগমের একমাত্র মেয়ে স্বপ্না খাতুনের জিম্মায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, উদ্ধার করা টাকার মধ্যে এক, দুই, পাঁচ, ১০, ২০, ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট ছিল। সব মিলিয়ে গণনা শেষে পাওয়া যায় ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা। তবে বেশ কিছু নোট পচে নষ্ট হয়ে গেছে।
সালেহা বেগম মৃত আব্দুস ছালামের স্ত্রী এবং স্থানীয়ভাবে ‘সালেহা পাগলি’ নামে পরিচিত। তিনি দীর্ঘ ২০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করতেন এবং রায়পুর ১ নম্বর মিলগেটের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একা বসবাস করতেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসু বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি দুইটি বস্তায় কাপড়ে মোড়ানো খুচরা টাকা। পরে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে বস্তাগুলো উদ্ধার করি।”
ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ জানান, “আমরা ছয়-সাতজন মিলে পাঁচ ঘণ্টা ধরে টাকাগুলো গুনেছি। অনেক টাকা দুর্গন্ধযুক্ত ও নষ্ট ছিল।”
সদর থানার উপপরিদর্শক (এসআই) পতিন কুমার বণিক বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গণনা শেষে দেখা যায় মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। পরবর্তীতে সালেহার মেয়ের নামে গ্রামের মাতব্বরের হেফাজতে টাকাগুলো দেওয়া হয়।”
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজের জীবনের পরিশ্রমের টাকাগুলো চুপিসারে সঞ্চয় করতেন, কিন্তু কারও সঙ্গে তা ভাগ করে নেননি।