কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বারে সড়ক সংস্কারের দাবিতে অনন্য এক প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে দেবিদ্বার-চান্দিনা সড়কের কাচিশাইর বাজার এলাকায় তিনি রাস্তায় মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেন।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তে ভরা রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “রাস্তা ঠিক না করলে এখানেই মাছ চাষ করুন। এতে মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবে।”
এর আগে ৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তাঁর ও কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার ফোনালাপ। দুই মিনিটের ওই কল রেকর্ডে হাসনাতকে বলতে শোনা যায়, “২০ অক্টোবরের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না—ধান লাগাব, মাছ চাষ করব।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কারকাজ না হওয়ায় সাধারণ মানুষ এখন বিক্ষুব্ধ।