বিডিটেলিগ্রাফ ডেস্ক।
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় অনলাইন এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশজুড়ে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ পাসের হার ঢাকায়—৬৪ দশমিক ৬২ শতাংশ এবং সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে—৪৮ দশমিক ৮৬ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০, বরিশালে ৬২ দশমিক ৫৭, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, যশোরে ৫০ দশমিক ২০, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেয় ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থী ছিল এক লাখ ৯ হাজার ৬১১ জন।
শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও প্রতিষ্ঠান কোড (EIIN) দিয়ে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি মোবাইলে ‘HSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল> 2025’ লিখে 16222 নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।