শেষ হলো ফিফার অক্টোবর আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ে বেশিরভাগ দেশই ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে। এছাড়া আগেই বাছাইপর্ব শেষ করা দেশগুলো প্রীতি ম্যাচে নেমেছিল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) একদিনে নতুন করে ৬টি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে এশিয়া থেকে সৌদি আরবসহ দুটি, আফ্রিকা থেকে তিনটি এবং ইউরোপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
অবশ্য, এশিয়া থেকে আগেই ৬টি দেশ বিশ্বকাপের টিকিট কেটেছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল সৌদি আরব ও কাতার। কাতার বিশ্বকাপে তিনটি ম্যাচই হেরেছিল স্বাগতিক দলটি। এবার সংযুক্ত আরব আমিরাতকে ২–১ ব্যবধানে হারিয়ে ফের মেগা আসরে জায়গা করে নিলো তারা।
অন্যদিকে, ইরাকের সঙ্গে গোলশূন্য ড্রয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে নাম লেখাল সৌদি আরব। এতে পূর্ণ হলো এশিয়ার ৮ দলের কোটা। কাতার ও সৌদি—দুই দলই গ্রুপপর্বে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র করেছে। এছাড়া জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে উঠেছে।
এদিকে, ১৫ বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে দক্ষিণ আফ্রিকা। ২০১০ আসরের আয়োজক দলটি রুয়ান্ডাকে ৩–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে নাইজেরিয়া ও বেনিনের পয়েন্ট ১৭, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা নাইজেরিয়া এখনো প্লে-অফের মাধ্যমে সুযোগ পেতে পারে। মঙ্গলবার বেনিনের বিপক্ষে নাইজেরিয়ার ৪–০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন ভিক্টর ওশিমেন।
এছাড়া আফ্রিকা থেকে আইভরি কোস্ট ও সেনেগাল বিশ্বকাপে উঠেছে। কেনিয়াকে ৩–০ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপে ২৬ পয়েন্টে শীর্ষে ওঠে আইভরি কোস্ট। শেষ দুই আসরে খেলার যোগ্যতা না পেলেও এবার বিশ্বমঞ্চে ফিরছে তারা। একইদিন ‘বি’ গ্রুপে মৌরিতানিয়াকে ৪–০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সেনেগাল। দুইয়ে থাকা কঙ্গো তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে।
মঙ্গলবার রাতে লাটভিয়াকে ৫–০ গোলে হারিয়ে ইউরোপ থেকে প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড। ‘কে’ গ্রুপে ৬ ম্যাচের সবগুলোতেই জিতে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে থমাস টুখেলের দল। দ্বিতীয়স্থানে থাকা আলবেনিয়ার পয়েন্ট ১১।
সবমিলিয়ে, অক্টোবর উইন্ডো শেষে আরও ৬টি দেশ ২০২৬ বিশ্বকাপের তালিকায় যোগ দিয়েছে, যেখানে এশিয়া থেকে কাতার ও সৌদি আরব, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল, আর ইউরোপ থেকে ইংল্যান্ড।