স্টাফ রিপোর্টার।
রাজধানীতে মেট্রোরেলের লাইনের ওপর একটি ড্রোন পড়ে প্রায় নয় মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টা ৪৭ মিনিটের দিকে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।
ড্রোনটির উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে মেট্রো চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ। পরে ড্রোনটি দ্রুত অপসারণ করা হলে রাত ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৬)-এর উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ড্রোনটি লাইনের ওপর পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়।
এ ঘটনায় সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।