অভয়নগর (যশোর) প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর–বাঘারপাড়া ও বসুন্দিয়া) বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগরে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশ শেষে যশোর–খুলনা মহাসড়কে গণমিছিল বের করা হয়।
নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সভাপতি রবিউল হোসেন প্রমুখ।