বাউফল প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের সমর্থনে নির্মিত একটি তোরণে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় স্থাপিত তোরণটির অংশ বিশেষ পুড়ে যায়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
পুড়ে যাওয়া তোরণটিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ আসনে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনকে এমপি হিসেবে দেখতে চাওয়ার কথাটি লিখিত ছিল। শাহিন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাকে ‘নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন শাহিন। তিনি বলেন, আগুন দিয়ে তোরণ পোড়ানো সম্ভব হলেও মানুষের ভালোবাসা পোড়ানো যাবে না এবং এনসিপিকে দমিয়ে রাখা যাবে না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।