খাগড়াছড়ি সংবাদদাতা।
খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল অর্ধশতাধিক নেতাকর্মীসহ ছাত্রদলে যোগ দিয়েছেন। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ উপস্থিত ছিলেন। নতুনদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ইসলামী ছাত্র শিবিরের “শুভ বুদ্ধি উদয় হয়েছে” এবং তারা “সঠিক ঠিকানায় এসেছে।” তিনি আশা প্রকাশ করেন, নবাগতরা নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
ছাত্রদলে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুবেল জানান, ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামের কিছু বিষয় তার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠায় তিনি সংগঠন ছাড়েন। তার অভিযোগ, যোগদানের পর বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। রুবেল বলেন, শিবিরে থাকার দীর্ঘ সময়ে তিনি “ভুল পথে” পরিচালিত হয়েছেন, শৈশব-যৌবনের অংশ ব্যয় করেছেন এবং মামলার মুখোমুখিও হয়েছেন।
২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় শিবিরে যুক্ত হওয়া রুবেল রামগড়, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত জেলা শিবিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।