বিডিটেলিগ্রাফ ডেস্ক।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দণ্ড বৃদ্ধি করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি বলেন, রায় সংগ্রহের পর দেখা গেছে একটি অভিযোগে আসামিদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন করার বিষয়ে প্রসিকিউশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আবেদন করা হবে।
১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় দেয়। মামলার শুরুতে পাঁচটি পৃথক অভিযোগ থাকলেও রায় ঘোষণার সময় সেগুলো দুটি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করে তাদের ফাঁসির কথা উল্লেখসহ উসকানিমূলক বক্তব্য এবং রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের অপর একটি অভিযোগে ট্রাইব্যুনাল একই দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে।