কানাডার বর্ডার সার্ভিস এজেন্সী বিতর্কিত রাজনীতিক ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে। ফলে তিনি কানাডায় ঢুকতে পারেন নি।
শুক্রবার দুপুরে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সীর কর্মকর্তারা।
বিপুল সংখ্যক কানাডীয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয় বলে জানা গেছে।
কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।