হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর আবারোও খোলা জায়গায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন। সঅম্প্রতি গুজরাটের গুরুগ্রামে অশান্তির কথা উল্ল্যেখ করে বলেন, শুক্রবারে মুসলমানদের খোলা জায়গায় নামাজ পড়া উচিত নয়।
২০১৮ সাল থেকে সরকারি নির্দেশ মোতাবেক গুরুগ্রামের ৩৭ টি স্থানে খোলা জায়গায় মুসলমানরা নামাজ পড়তে পারলেও কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আন্দলন -বিক্ষবের কারনে গত নভেম্বর মাসে ৮ টি স্থানে খোলা স্থানে নামাজ পড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সাথে বাকি ২৯ টি স্থানে আপত্তি আসলে অনুমতি বাতিল করার কথাও বলা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, যত দিন সকল সম্প্রদায়ের মধ্যে সোহার্দ্যপূর্ণ আলোচনায় সমস্যার সমাধান না হচ্ছে তত দিন নিজ নিজ বাড়ি অথবা ধর্মীয় স্থানে নামাজ পড়তে হবে । সরকারি অনুমোদন ছাড়া খোলা জায়গায় নামাজ পড়লে বরদাস্ত করা হবে না
প্রসঙ্গত, কিছু দিন আগে কৃষিবিলের বিরুদ্ধে আন্দোলনকারী চাষিদের লাঠিপেটা করার ‘পরামর্শ’ দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন খট্টর। সূত্র- আনন্দ বাজার