জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে দেবর।
শনিবার (০১ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত ভাবি নাজমা আক্তার (৩৫) উপজেলার গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তিনি ১ ছেলে ও ১ কন্যার জননী।
পুলিশ জানায়, এদিন বিকালে পারিবারিক জমা-জমি ভাগাভাগি নিয়ে বড়ভাই গিয়াস উদ্দিন ও ছোট দুই ভাই তুহিন-শাহীনের সাথে বিবাদ শুরু হয়। এসময় গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার এগিয়ে এলে দুই দেবর তুহিন-শাহীন বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্বক আহত করে। বাঁশের প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই নাজমা আক্তার মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন,জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।