বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাব্লু সাহা দায়িত্বভার গ্রহন করেছেন।
আজ নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাব্লু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর -৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া আওয়ামীলিগের সাধারন সম্পাদক মাষ্টার ইমদাদ হোসেন,অধ্যক্ষ আব্দুল আওয়াল, সেলিমুল আযম,মুক্তিযোদ্ধা হাসান নাছির, উপজেলা আওয়ামীলিগের সাবেক সহসভাপতিও ধলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার সরদার, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম ও মোবারক মোল্যাসহ নারিকেল বাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত নয় জন সদস্য উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আব্দুল আওয়াল।
এদিকে নারিকেল বাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ইউপি সদস্য গলাম সরোয়ারের নেতৃত্বে পাঁচবাড়িয়া গ্রামের প্রায় দুই শতাধিক লোক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামিলীগে যোগদান করেন।