দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল বেসরকারি ফলাফলে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী- নৌকা প্রতীকে ৭ হাজার ৩৭৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মোস্তফা আনোয়ার পাশা জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুন কম্পিউটার প্রতীকে ৬ হাজার ১২৬ ভোট পেয়েছেন। আর জগ প্রতীকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) সেলিমুল হক সালাম ১ হাজার ৯০০ ভোট, আব্দুল্লাহ আল সাঈদ রেলইঞ্জিন প্রতীকে ১ হাজার ১৩০ ভোট, আমিনুল কাদির নারকেল গাছ প্রতীকে ১ হাজার ৩৫ ভোট, ইমতিয়াজ আহমেদ শিপন মোবাইল ফোন প্রতীকে ৬২৪ ভোট ও জাহাঙ্গীর আলম মুকুল ৩৩ ভোট পেয়েছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহন করা এ নির্বাচনের ফলাফল রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষণা করা হয়।
ঝিকরগাছা পৌরসভায় সর্বশেষ ২০০১ সালের ২ এপ্রিল ভোটগ্রহণ হয়। এই পৌরসভায় মোট ২৫ হাজার ৯৯৪ ভোটার।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত মোস্তফা আনোয়ার পাশা জামাল, নাগরিক সমাজ মনোনীত ইমরান হাসান সামাদ নিপুণসহ মোট ৬ জন প্রার্থী।