এ অর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের (গৌরের খামার) গ্রামের আব্দুল কাদেরের( ৩য় সন্তান) সফিকুল ইসলাম লিভার ক্যান্সারে আক্রান্ত। তিনি বর্তমানে রংপুর সদর হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থের অভাবে মিলছে না উন্নত চিকিৎসা। তার পরিবারে তিনিই একমাত্র উপার্জন ব্যক্তি। তিনি ২ সন্তান এর জনক। স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে অনাহারে মানবেতর জীবনযাপন করছে লিভার ক্যান্সারে আক্রান্ত সফিকুল।
রংপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, সফিকুলকে বাচাতে চাইলে ৫-৬ লক্ষ টাকার প্রয়োজন। এদিকে সফিকুল জানান আমার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। কারণ আমি দিনমজুর মানুষ দিনকরি দিন খাই এতো টাকা পাবো কোথায়। তিনি আরও জানান কেউ যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় হয়তোবা আমি বাঁচতে পারি। তাই সবাইকে অনুরোধ করছি যেনো আমাকে সাহায্য করেন। বিকাশ:০১৩১৮৯১২১৬৯