পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর কুটিপাড়া গ্রামে।
নিহতরা হচ্ছেন- ওই গ্রামের মৃত গফুর মুন্সির ছেলে এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)।
স্থানীয়রা জানান , এমদাদুল হক পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচ দিয়ে মাছ ধরতে নামেন । বিদ্যুতের তারে লিক (ছিদ্র) থাকায় পানিতে নামলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় নাতি রাকেশ দাদাকে ধরলে সেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে দুইজনে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।