বাঘারপাড়া সংবাদদাতা: যশোরের বাঘারপাড়া উপজেলা পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বুক কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারী এ বুক কর্ণারের উদ্বোধন করেন।
এর আগে পাঠাগার পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিমুজ্জামান, একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আবু হানিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার একেএম ফয়েজুল ইসলাম।