এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামপ্রতিনিকুড়িগ্রামের উলিপুর উপজেলার ১১নং হাতিয়া ইউনিয়ন পরিষদ আজ রবিবার (১৩ফেব্রুয়ারী) ১১ ঘটিকার সময় হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন ।
নব-নির্বাচিত চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়ার সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা ও সাবেক হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবুল মন্ডল,তবকপুর ইউনিয়নের নবনির্বাচিত নৌকা প্রতিকে বিজয়ী প্রার্থী মোখলেসুর রহমান,মোঃসোহরাব আলী মোল্লা উপজেলা ক্রিয়া সম্পাদক উলিপুর,আলহাজ্ব মাওলানা আজিজার রহমান,আলহাজ্ব মোবাশ্বেরে রাশেদীন, মোঃছালাম পীর সাহেব,মোঃফারুখ আকন্দ সাধারণ সম্পাদক হাতিয়া ইউনিয়ন শাখা,সহ আওয়ামী লীগ, কৃষক লীগ,সহ নানা পেশা শ্রেণীর সুশীল সমাজ।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া বলেন-নৌকা প্রতিক নিয়ে ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।এবং তিনি উপস্থিত সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চান,এবং সকল জনগনে মতামতের জন্য উন্মুক্ত বাক্সের মাধ্যমে সরকার উন্নয়ন মুলক কর্মকাণ্ডের ব্যবস্থা করবেন। পরে মোনাজাতের মধ্য দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন।