ষ্টাফ রিপোর্টার, অভয়নগর।।
অভয়নগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়ছে। বুধবার সকালে অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শণী ও আলোচনাসভায় সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুর ইসলাম মল্লিক, যশোর জেলা পরিষদের সদস্য লায়লা খাতুন, ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু ও মিনারা পারভীন এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শংকর কুমার রায়।
আনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। প্রাণিসম্পদ প্রদর্শণীতে ২৫টি স্টল বসেছে। স্টলে বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শণ করা হচ্ছে।