ইলিয়াস হোসাইন ।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফের্রুয়ারী) পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুবিদখালী হাইস্কুল মাঠে দিনব্যাপি নানা জাতের গবাদিপশু ও পশুসম্পদ প্রযুক্তির প্রদর্শনীসহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও খান মোঃ আবু বকর সিদ্দিকী। উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সিকদার উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা।
এ সময় আরও উপস্থিাত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ এস এম হারুন অর রশিদ, আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আহমেদ প্রমুখ। মেলায় ৩৬ টি স্টলে উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা তাঁদের গবাদিপশু প্রদর্শন করেন।