বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি।।
বোয়ালমারী উপজেলার কয়ড়া কালিবাড়িতে সনাতনধর্মাবলম্বীদের ৫শ বছরের পুরাতন পুণ্য ভূমিতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডেরকয়ড়া গ্রামে প্রতি বছরের মাঘী পুর্নিমা উপলক্ষে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দেরআগমনে কয়ড়া কালিবাড়িতে হিন্দু সম্প্রদায়ের মহামিলনের আসর বসে।
কালিবাড়ির পাশে কুমার নদের ঘাটে দূরদূরান্ত থেকে আসা পুরুষ মহিলারা এখানে এসে স্নান করে পবিত্রতা পায়। গতকাল বুধবার পূর্ব আকাশে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূরদূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। এই তীর্থস্নানে প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার মানুষ অংশ নেন বলে জানা যায়।এ উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিভিন্ন শিল্পির অংশ গ্রহণে মহাঅষ্টকালীন লীলা কীর্তন।আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত চলবে লীলা কীর্তন। তাছাড়া স্নান ঘিরে মেলাও বসেছে।
কয়ড়া কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহসভাপতি সুবাস সাহা জানান, প্রতিবছরের মাঘীপূর্নিমায় এখানে হাজার হাজার ভক্তবৃন্দের আগমণ ঘটে। এ বছর করোনার বিষয়টি মাথায় রেখে আমরা স্বল্পপরিসরে স্বাস্থ্যবিধি বজায় রেখে স্নান কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি রাজনৈতিকনেতৃত্বের কারণে আমরা প্রতি বছর অত্যন্ত নিরাপত্তার সাথে আমাদের অনুষ্ঠানাদি সম্পূর্ণ করে থাকি।