এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) ও এ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় তৃণমূল সাংবাদিক দল ও শিশু ফোরাম চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক নিরীক্ষা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সামাজিক নিরীক্ষা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর), উদয়াঙ্কুর সেবা সংস্থা ফুলবাড়ী শাখার রিফ্লেক্ট ট্রেইনার আব্দুর রউফ, বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন,সামাজিক নিরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক জয়নুদ্দিন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য লাইলি বেগম, প্রমূখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ চার গ্রুপে ১০১ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।