ইলিয়াস হোসাইন।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা আ’লীগের সদস্য মাসুদ রানা জালাল প্রমুখ।
এছাড়াও শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিাত ছিলেন।