বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ‘র আর্থিক সহায়তার চেক গ্রহণ করছেন বাঘারপাড়ার সিনিয়র সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল,প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সম্পাদক তৌহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক প্রদীপ ঘোষ ও প্রনব দাস এবং বাঘারপাড়ার বিশিষ্ট সাংবাদিক চন্দন দাস।
রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাব যশোরে এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের কৃতিসন্তান বাঘারপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার বাঘারপাড়া প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র মন্ডল দীর্ঘদিন নানাবিধ জটিল রোগে ভুগছেন।