যশোর-মাগুরা মহাসড়কে বাস উল্টে নারী শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার(২ মার্চ) সকাল ৭টার দিকে যশোর-মাগুরা গাবতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর যাচ্ছিলো। সকাল ৭ টার দিকে যশোর-মাগুরা গাবতলায় পৌছালে বিপরীত দিক যশোর থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গেলে বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এসময় বাসের যাত্রীদের মধ্যে অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেয়।
গুরুতর আহতরা হচ্ছেন- যশোর কেশবপুরে সিয়াজিম হোসেন((২২) আব্দুল গফ্ফার (৪০) ইমদাদুল ইসলাম (২২), হামিদ আলী (৪৩), রবিউল ইসলাম (৪২), জুয়েল মৃধা (২৭), ঢাকা মিরপুর এলাকার জুয়েল হোসেন (৩৬), একই এলাকার রাশেদ আলী (৩৬), জায়মা বেগম (৫৫), তার মা রহিমা (৬৫) বেগম, সাতক্ষীরার শ্যামনগরের রেজাউল ইসলাম (৫৫), মাইন (১৪ মাস), খুলনা ডুমুরিয়া এলাকার আল আমিন (২৮) , , ঢাকা রাজারবাগ এলাকার রুপা সুলতানা, রকি (৯) ও জাহাঙ্গীর আলম।