এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে অসংখ্য পরিমাণ ইনজেকশন পাচারের সময় শাহিদা (৫৫) এক এ নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আটক শাহিদা সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের ফজল উদ্দিনের স্ত্রী ।
জানা যায়, শাহিদা ট্রাভেল ব্যাগ ভর্তি পেলটকস-২ ও পেনটিড মেগাপিলের ৩৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ব্যাগ খুলে ইনজেকশন দেখতে পায়। পরে ওই নারীকে আটক করে হাসপাতাল ক্যাম্পাসের ভেতর পুলিশ বক্সে সোপর্দ করে জনতা।
এ সময় পুলিশ বক্সে কুড়িগ্রাম জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার, সদর থানার এসআই মিন্টু ও আনোয়ারসহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।
আটক শাহিদা জানান, আমি হাসপাতালে এসেছি হাসপাতালের একজন আয়া আমাকে এ ব্যাগটি দিয়ে বাড়ি নিয়ে যেতে বলে। আমি ব্যাগটি নিয়ে হাসপাতালের বাইরে আসলে লোকজন আটক করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, ঔষধসহ আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।